Connecting You with the Truth

টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৩৭ রানে জয়ী ভারত, সেরা কোহলি

india-winঅনলাইন ডেস্ক:

অস্ট্রেলিয়ায় অজিদের হারিয়ে ৬৭ তম প্রজাতন্ত্র দিবসে ওভালে ভারতের পতাকা ওড়ালেন ধোনি-বিরাটরা৷মঙ্গলবার অ্যাডিলেড ওভালে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৭ রান হারায় ধোনিবাহিনী৷তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত৷

ওভালে অল-রাউন্ড পারফরম্যান্সে অজিদের টেক্কা দিল ভারত৷১৮৮ রান তাড়া করে ১৫১ রানে শেষ অজি ইনিংস৷প্রায় পাঁচ বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানো আশিস নেহেরার সঙ্গে এদিন আন্তর্জাতিক ক্রিকেটে পা-রাখা হার্দিক পাণ্ডিয়া ও নবাগত ৷ষশপ্রীত বুমরার নিয়ন্ত্রিত বোলিং জয় ছিনিয়ে নেয় ভারত৷২৩ রান দিয়ে তিন উইকেট তুলে নেন বুমরা৷রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও হার্দিক পাণ্ডিয়া দু’টি করে উইকেট নেন৷অজি ইনিংসের সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ৷ম্যাচের সেরা বিরাট কোহলি৷

এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক৷অস্ট্রেলিয়ার সামনে ১৮৯ রানের টার্গেট রাখে ভারত৷বিরাট কোহলির দুরন্ত ৯০, সুরেশ রায়নার ৪১ রানে ভর করে তিন উইকেটে ১৮৮ রান তোলে টিম ইন্ডিয়া৷ ওভালে এদিন সকালে টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়া মেয়েদের হারায় ভারতীয় মহিলা দল৷সেখানেই ব্যাটিং ধামকা দেখালেন কোহলি৷যদিও শুরুটা করেছিলেন দুরন্ত ফর্মে থাকা রোহিত শর্মা৷ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে ৯৯ রানের ইনিংস খেলা রোহিত এদিন ২০ বলে ৩১ রান করে ডাগ-আউটে ফেরেন৷কিন্তু তৃতীয় উইকেটে বিরাট-রায়নার ১৩৪ রানের পার্টনারশিপ ভারতকে এগিয়ে নিয়ে যায়৷৫৫ বলে দু’টি ওভার বাউন্ডারি ও ৯টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯০ রান করেন বিরাট৷টি-২০ ক্রিকেটে অজিদের বিরুদ্ধে বিরাটের এটাই সর্বোচ্চ স্কোর৷ওয়ান ডে সিরিজের দলে না-থাকা রায়না ৩৪ বলের ইনিংসে তিনটি বাউন্ডারি ও একটি বাউন্ডারি৷ শেষ ওভারে ব্যাট করতে নেমে তিন বলে একটি ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারি-সহ ১১ রান করেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার মেলবোর্নে৷

Comments
Loading...