ডাচদের জয়
স্পোর্টস ডেস্ক:
আমসটারডাম এরেনায় হাইভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে নেদারল্যান্ডস। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আরেক ফেভারিট স্পেনকে হারিয়েছে ডাচরা। ২-০ গোলে তারকা সমৃদ্ধ স্প্যানিশদের হারিয়েছে নেদারল্যান্ডস। ফলে, ব্রাজিল বিশ্বকাপের প্রতিশোধ নিতে ব্যর্থ হলো স্পেন। স্প্যানিশ কোচ শুরুর একাদশে মাঠে নামান ডি গিয়া, কারভাজাল, জেরার্ড পিকে, বার্নাট, কাজোরলা, মারিও সুয়ারেজ, ফেব্রেগাস, ইসকো আর পেদ্রোদের মতো তারকাদের।