কবিতা
তাপস বিশ্বাসের কবিতা – বেঁচে থাকার ভান
বেঁচে থাকার ভান
তাপস বিশ্বাস
বেঁচে থাকায় দোষ নেই
সবাই বাঁচতে চায়
বেঁচে থাকার অভিনয়টাই ঝামেলার।
যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা হারানো জীবন
মুখ থুবড়ে পড়া বাক্যের মত অর্থহীন,
ন্যাড়া বটগাছের মতই ছায়াহীন
মৃতনদীর মত ফেরারি সময়ের সাক্ষী।
গুরুচণ্ডালী দোষে দুষ্ট জীবন
মাদাম তুসোর জাদুঘরে রাখা
মন-প্রাণহীন মোমের পুতুল।
যোগ্যতার অযোগ্য ইতিহাস বুকে নিয়ে
চায়ের কাপের অপেক্ষায় থাকে
খবরের কাগজ। ডুকরে কেঁদে ওঠে সে
মানুষের মৃত চোখেরা দেখে যায়
তার চোখের জল। ভুলে যায় তা মুছে দিতে;
কাপের চা কাপেই থাকে
চোখের জল চোখেই।
আজকের খবর বাসী হয় কাল
নতুন খবরের নিচে চাপা প’ড়ে
হারিয়ে যায় কালের কৃষ্ণগহ্বরে।
বেঁচে থাকায় দোষ নেই
অভিনয়টাই ঝামেলার।
আসক্তির হিসাব বড়ই জটিল
স্তন আর নিতম্ব দুলিয়ে
অশ্লীল নেচে যায় বেশরম নাচনেওয়ালি।
নৃত্যকলার অনুপস্থিতিতে কপালে জোটেনা
নৃত্যশিল্পীর খেতাব। দর্শকরা ঘুমে অচেতন
সুযোগ বুঝে রক্তে চুমুক লাগায়
ব্যক্তিত্বহীন ছারপোকা আর মশাদের দল,
জীবনের নদীতে অনন্ত ভাটা
জোয়ারের দেখা মেলা দায়।
বেঁচে থাকায় দোষ নেই
অভিনয়টাই ঝামেলার।
গলা ফাটিয়ে স্বপ্নের ফেরী করে বেড়ায়
দৈত্যাকৃতির গলাবাজ। শ্রোতাদের কানের পর্দা
ফেটেছে আগেই, শোনার ভান শুধু;
আকাঙ্ক্ষা নেই সুরহীন সংগীত শোনার
উৎসাহের কমতি নেই তবু কর্কশ কণ্ঠের,
রাগ-রাগিনী লজ্জায় মৃত।
জলসাঘরের দরজার গোপন তালা
ঝুলতে থাকে অনন্তকাল ;
বেরোবার পথ নেই
অন্ধকারে চক্কোর খায় জ্বরাক্রান্ত জীবন।
বেঁচে থাকায় দোষ নেই
অভিনয়টাই ঝামেলার।
বিডিপি/এমএম
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস