তিউনিসিয়ার জাদুঘরে হামলায় জড়িত সন্দেহে আটক ২০
তিউনিসিয়ার বার্দো জাদুঘরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র মোহাম্মদ আলি আরউই শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “বার্দো জাদুঘরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ২০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। এদের মধ্যে অন্তত ১০ জন হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমাদের বিশ্বাস।” দেশটির চরমপন্থিদের বিরুদ্ধে বড় ধরণের অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি। রাজধানী তিউনিসের পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে অবস্থিত ওই জাদুঘরে বুধবার অস্ত্রধারী দুই ব্যক্তির হামলায় ২০ জন বিদেশি পর্যটকসহ মোট ২৩ জন নিহত হয়। সরকার জানায়, অস্ত্রধারী ওই দুই ব্যক্তি লিবিয়ায় জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়েছে। ২০০২ সালে জেরবায় আত্মঘাতী বোমা হামলার পর এটাই তিউনিসিয়ায় সবচেয়ে রক্তক্ষয়ী হামলা যেখানে এতজন বিদেশি পর্যটক নিহত হলেন। নিহত পর্যটকদের মধ্যে জাপান, ফ্রান্স, পোল্যান্ড ও কলম্বিয়ার নাগরিকরা রয়েছেন। এ হামলার ঘটনার পর সরকার বড় শহরগুলোর নিরাপত্তা বাড়াতে সেনাবাহিনী মোতায়েন করার পরিকল্পনা করেছে। ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিউনিসিয়ার আল-কায়দা সংশ্লিষ্ট একটি দল হামলার বিস্তারিত বর্ণনা দিয়েছে। এই হামলার পেছনে যেই থাকুক, একটা বিষয় পরিষ্কার যে উত্তর আফ্রিকার দেশগুলোতে আইএস উদ্বেগজনক হারে প্রভাব বিস্তার করতে শুরু করেছে। বিশেষ করে লিবিয়া ও এর আশেপাশের দেশগুলোতে।