Connecting You with the Truth

তেজগাঁও থানা কৃষকলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:
গত শুক্রবার তেজগাঁও কলেজ মিলনায়তনে তেজগাঁও থানা কৃষকলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. মোশারেফ হোসেন আলমগীরের উদ্যোগে ওইদিন সন্ধ্যায় এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আবদুল লতিফ তারিন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর কৃষকলীগের সভাপতি মো. মাকসুদুর রহমান মাকসুদ, সাধারণ সম্পাদক মো. গোলাম রসুল খান, নূর নবী ভোলা, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. মোশারেফ হোসেন আলমগীর, দৈনিক বজ্রশক্তির সাব এডিটর ও হেযবুত তওহীদের সদস্য মো: মাহবুব আলম মাহফুজ প্রমুখ।
অনুষ্ঠানের এক পর্যায়ে মহানগর কৃষকলীগ উত্তরের সভাপতি মো. মাকসুদুর রহমান মাকসুদের অনুমতিক্রমে মহানগর উত্তরের সাধারণ সম্পাদক গোলাম রসুলের উপস্থিতিতে রফিকুল ইসলাম রফিককে তেজগাঁও থানা কমিটির সভাপতি করে ৩টি ওয়ার্ডসহ ৭১ সদস্যের থানা কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বক্তব্য রাখেন। এসময় তারা বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। পরে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং নতুন কমিটির সফলতার জন্য সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তেজগাঁও থানা কৃষকলীগের সহ-সভাপতি আহম্মদ খসরু, গৌতম বিশ্বাস, চিম্ময় বিশ্বাসসহ তেজগাঁও থানা কৃষকলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Comments
Loading...