Connecting You with the Truth

‘দঙ্গল’-এর জন্যে এবার ২৫ কেজি ওজন কমাবেন আমির

aamir-khanবিনোদন ডেস্ক: ‘দঙ্গল’-এর জন্যে একসময় ওজন বাড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন আমির খান। এবার সেই ‘দঙ্গল’-এর জন্যই আবার ওজন কমাতে শুরু করলেন আমির। তাঁকে এবার কুস্তিগীর সুশীল কুমারের মতো শরীর তৈরি করতে হবে।

হরিয়ানার কুস্তিগীর মহাবীর সিংহ ফোগাটের ভূমিকায় এই ছবিতে অভিনয় করছেন আমির। তার জন্য প্রায় ২৫ কেজি ওজন বাড়াতে হয়েছিল তাঁকে। সেই পঁচিশ কেজি ঝরিয়ে কুস্তিগীর সুশীল কুমারের মতো পেশিবহুল দেহ তৈরিই এখন আমিরের লক্ষ্য।

‘দঙ্গল’-এ সেই অতিরিক্ত ওজনধারী ও বয়স্ক চরিত্রের রোল শেষ। এবার নতুন চেহারায় ফিরে আসার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন আমির। ‘রং দে বসন্তি’ ছবির দশ বছর পূর্তিতে এসে এক সাংবাদিক বৈঠকে একথা জানান আমির। এখন তাঁর সামনে বড় চ্যালেঞ্জ আবার ‘গজনি’ বা ‘ধুম-থ্রি’র চেহারায় নিজেকে ফিরিয়ে নিয়ে যাওয়া। ‘দঙ্গল’-এর ৯০ শতাংশ শ্যুটিংই শেষ। এই বছর ডিসেম্বরের ২৩ তারিখ মুক্তি পাচ্ছে ছবিটি।এবিপি আনন্দ।

Comments
Loading...