ঝিনাইদহ
দিনমজুর ও ভ্যান চালিয়ে চলছে সুজনের পড়ালেখা ও মা-বোনের সংসার
ঝিনাইদহ প্রতিনিধি: বাবা দ্বিতীয় বিয়ে করে সংসার করছেন। প্রথম পক্ষের স্ত্রী, ছেলে মেয়েদের কোন খোঁজ খরব রাখেন না। তাই কিশোর বয়সেই সংসার নামের হাল ধরতে হয়েছে সুজনকে। মা আর দুই বোন নিয়ে সুজনের সংসার। কখনো দিন মজুরীর আবার কখনো ভ্যান চালিয়ে যে আয় হয় তা দিয়ে কোন রকম সংসার চলে। এরপরও থেমে নেই পড়া লেখা। সুজন এবার রামনগর এ এন্ড জে কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিবে। সুজন ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর ইউনিয়নের রামনগর গ্রামের শমসের আলির ছেলে। গ্রামের বাসিন্দা আব্দস সামাদ ও সুভাস কর্মকার বলেন, সুজন দিন মজুরীর ও ভ্যান চালাচ্ছে। সংসারের কাজ করেও লেখা পড়া করছে। অনেক সময় তার সহপাঠিদেরকেও ভ্যানে করে কলেজে আনতে দেখা যাই। কলেজে ভ্যান রেখে ক্লাস করছে। লেখা পড়াতেও তার জুড়ি নেই। তারা আরো জানান, যে সকল শিক্ষার্থীরা পড়া লেখার সুযোগ পেয়েও বিপথগামি হচ্ছে। আর সুজন অভাবের কারনে দিন মজুরীর কাজ আবার ভ্যান চারিয়ে মা, দুই বোনকে নিয়ে সংসার চালাচ্ছে। নিজে লেখার পড়া করছে, আবার বোনদেরকেও পড়া লেখা করাচ্ছে। সুজনের দেখে শিক্ষা নেয়া উচিত। একজন আদর্শবান মানুষ হবে সে।
সুজনের মা মনজুরা খাতুন জানান, ছোট থেকেই সুজন লেখা পড়ায় ভালো। ছেলে মেয়ে নিয়ে অভাবের সংসার। পরের বাড়িতে কাজ করেছি। কিশোর বয়সেই লেখাপড়ার পাশাপাশি সংসার চালাচ্ছে সুজন। গ্রামের স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৮৮ পেয়েছে। সুজন জানান, সহপাঠিদেরকে ভ্যানে করে কলেজে আনা কষ্ঠেরই ব্যাপার। অভাবের সংসার নিজেদের জায়গা জমি নেই। ভ্যান চালাচ্ছি। এতটুকু কথা বলতেই সুজনের চোখে মুখে স্পষ্ট কষ্টের ছাপ ফুটে উঠল। থেমে গেল সুজনের কণ্ঠ। শত কষ্ঠের মাঝেও পড়া লেখা করে ইজ্ঞিনিয়ার হতে চাই।
সুজনের শিক্ষক মশিউর রহমান জানান, সুজন মেধাবি ছাত্র। অসাধারন তার মেধা। শত কষ্টের মাঝেও সে পড়া লেখা করে যাচ্ছে। আমার বিশ্বাস সুজন একদিন অনেক বড় হতে পারবে।
কৃষি সংবাদ
শৈলকুপায় মরে যাচ্ছে শতশত বিঘা জমির পেঁয়াজ
খুলনা বিভাগ
ঝিনাইদহে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
ঝিনাইদহ
আবারও বিয়ে করলো কৌতুক সম্রাট টুকু
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস