ধামরাইয়ে বেগম অনোয়ারা গার্লস কলেজের নতুন ভবন এর শুভ উদ্বোধন
ধামরাই প্রতিনিধি, ঢাকা:
ধামরাইয়ে রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজ নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গত কাল উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুরে উক্ত স্কুল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অবব্দুল আলীম খান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ঢাকা(২০) ধামরাই ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা(২০) ধামরাইয়ের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এমএ মালেক।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নারী শিক্ষার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেশের উন্নয়নে নারীদের শিক্ষার সুযোগ সৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে নারী শিক্ষা কেন্দ্র গড়ে তোলার কোন বিকল্প নেই। পুরুষের পাশাপাশি নারীদের শিক্ষিত করে গড়ে তুলতে পারলেই দেশের সঠিক উন্নয়ন করা সম্ভব।
প্রধান অতিথি তার বক্তব্যে, উপজেলার শিক্ষা ক্ষেত্রসহ বিভিন স্থানের উন্নয়নের কথা তুলে ধরেন এবং উপজেলার প্রত্যন্ত এলাকায় একটি গার্লস্ কলেজ প্রতিষ্ঠার জন্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আলোচনা সভার পর বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমেদ কলেজের নতুন ভবনের উদ্বোধন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।