দেশজুড়ে
নওগাঁয় এলজিইডি কর্তৃক আয়োজিত উন্নয়ন কর্মশালা ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আল ইমরান হোসেন, নওগাঁ: নওগাঁ এলজিইডি’র উদ্যেগে আজ শনিবার এক উন্নয়ন কর্মশালা ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই উন্নয়ন কর্মশালা ও পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন, এলজিইডি এর প্রধান প্রকৌশলী জনাব শ্যামা প্রসাদ অধিকারী। রাজশাহী বিভাগের অধীন রাজশাহী ও বগুড়া জেলার বিভিন্ন পর্যায়ের প্রায় ৫০০ জন প্রকৌশলী কর্মকর্তা এ কর্মশালায় উপস্থিত ছিলেন।চলতি বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দকৃত অর্থের গুনগত মান বজায় রেখে শতভাগ কাজ বাস্তবায়ন নিশ্চিত করণে প্রধান প্রকৌশলী উপস্থিত সকলকে দিক নির্দেশনা দেন। উল্লেখ্য যে,বর্তমান অর্থ বছরে এলজিইডি প্রায় ১৬০০০ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে, যার উল্লেখযোগ্য অংশের কাজ হচ্ছে রাজশাহী বিভাগের জেলা সমূহে। সরকারের নিজস্ব অর্থায়ন ছাড়াও বিশ্ব ব্যাংক, এডিবি,জাইকা,সৌদি ফান্ড,আইডিবি অর্থায়নে নগর,গ্রামীণ ও পানি সম্পদ উন্নয়নে রাজশাহী বিভাগে ৩৮ টি প্রকল্পের আওতায় উন্নয়ন করা হচ্ছে। তিনি সরকারের উন্নয়নের মহাসড়ক বাস্তবায়নে এলজিইডি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে উল্লেখ করেন। কাজের গুনগতমানের দিকে বিশেষ দৃষ্টি রেখে নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রকল্পের কাজ শেষ করার জন্য তিনি সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ উপস্থিত মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদেরকে নির্দেশনা দেন। জনগনের দূর্ঘব লাঘবে তিনি সকল রক্ষনাবেক্ষণের কাজ শুষ্ক মৌসুমে দ্রুত সম্পন্ন করার পরামর্শ দেন। রাজশাহী বিভাগ বরেন্দ্র এলাকা বিধায় জলবায়ূ সহনশীল পরিবেশ বান্ধব ও টেকসই নির্মাণ কাজ বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি যোগাযোগ ব্যবস্থা ও জীবন যাত্রার মান উন্নয়নের জন্য জনগনকে সম্পৃক্ত করে যথাযথ ভাবে উন্নয়ন কাজ বাস্তবায়নের নির্দেশ দেন। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সকল কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করার জন্য তিনি সকলকে নির্দেশ দেন এবং সরকারের উন্নয়নের মহাসড়ক বাস্তবায়নে স্থায়ীরূপ দেওয়ার জন্য রাজশাহী বিভাগের সরকারের প্রতিশ্রুত মত এলজিইডি এর আওতায় জিওবি ও দাতা সংস্থার অর্থায়নে আরোও উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে মর্মে দীর্ঘ প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সদর দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মো: আনোয়ার হোসেন(নগর ব্যবস্থাপনা),রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব আলী আহমেদ(রাজশাহী বিভাগ),জনাব নূর মোহাম্মদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রকল্প মনিটরিং ও মূল্যায়ন),জনাব গোলাম মোস্তফা, তত্বাবধায়ক প্রকৌশলী, রাজশাহী,জনাব মো: গোলাম কিবরিয়া তত্বাবধায়ক প্রকৌশলী, বগুড়া বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক,রাজশাহী বিভিন্ন জেলার নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারি প্রকৌশলী, সহকারি প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, সহকারি উপজেলা প্রকৌশলী, উপ- সহকারি প্রকৌশলী, নক্সাকার ও সার্ভেয়ারগণ এবং ইলেকট্রনিক্স ও পিন্ট্র এবং অনলাইন পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস