নওয়াজকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ওবামার
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আগামী ২২ অক্টোবর ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ সোমবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস এই বিবৃতি দেন। বিবৃতিতে আফগান সরকার ও তালেবানের মধ্যে সাম্প্রতিক শান্তি আলোচনাকে সমর্থন জানানোর জন্য পাকিস্তানের প্রশংসা করা হয়।
ওই বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখছেন। এ ছাড়া দেশটির সীমান্তের ভেতরে সন্ত্রাসীদের আশ্রয়দান বন্ধে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করা হয়।
বাংলাদেশেরপত্র/এডি/ আর