Connecting You with the Truth

নিয়ামতপুরে কোকোর গায়েবানা জানাজা

নিয়ামতপুর প্রতিনিধি:
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও শহীদ রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুতে ২০ দলীয় জোটের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গত ২৭ জানুয়ারি সকাল ১১টায় নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় মাঠে গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন নওগাঁ জেলা জামায়াতের আমীর অধ্যাপক সালেকুর রহমান, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নিয়ামতপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, নিয়ামতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক, ২০ দলীয় জোটের আহ্বায়ক ও ভাবিচা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইসহাক আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম। জানাজা পরিচালনা করেন নওগাঁ জেলা জামায়াতের আমীর অধ্যাপক সালেকুর রহমান।

Comments
Loading...