Connecting You with the Truth

নীলফামারীতে ক্রীড়া সামগ্রী বিতরণ

unnamed-31

নীলফামারী সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা ক্রীড়া সংস্থা।

শুক্রবার সকালে সদর উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাবেত আলী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া সংগঠন প্রধানদের মাঝে ক্রিকেট খেলার উপকরণ বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

ইউএনও সাবেত আলী জানান, ক্রিকেট খেলার মানোন্নয়নে সদরের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও চারটি ক্লাব প্রতিনিধির মাঝে ক্রিকেট খেলার উপকরণ দেয়া হয় অনুষ্ঠানে।

Comments
Loading...