দেশজুড়ে
নড়াইলে পলাশ বাহিনীর তান্ডবে আতংকিত আরেক জনপদ কুমড়ি গ্রাম
উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের সন্ত্রাস কবলিত কুমড়ি গ্রামের পশ্চিমপাড়ায় নব্য আওয়ামী লীগ ও বিএনপির হামলায় ১৫টি বাড়ি-ঘর ভাংচুর এ ঘটনায় দু’জন আহত। গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমড়ি গ্রামে আওয়ামী লীগ নেতা বনি শেখ সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের লতিফুর রহমান পলাশ সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ, সংঘাত চলে আসছে। এ ধারাবাহিকতার জের ধরে দীর্ঘদিন এলাকা ছাড়া বনি শেখের লোকজন বাড়িতে ফিরলে পলাশ বাহিনীর সন্ত্রাসিরা আক্রমন করে ১৫টি বাড়ি ভাংচুর করে, এ ঘটনায় দু’জন আহত। গত মঙ্গলবার সাইফুর রহমান হিলু শেখের নেতৃত্বে কালাম শেখ, আহাদ সরদার, ইন্দাল মোল্যা, গফ্ফার শেখ, পজু সরদারসহ ২০-৩০ জনের একদল সন্ত্রাসী রামদা, লোহার রড, লাঠিসোঠা নিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে বনি শেখ, কোটো শেখ, হিমায়েত মুন্সি, মাহমুদ শিকদার, কালাম শিকদার, মাসুদ শেখ, জামাল শেখ, মশিয়ার গাজীসহ অনুমান ১৫টি বাড়ি-ঘর ভাংচুর করে। এ সময় সন্ত্রাসীদের রাম দায়ের কোপে মাহমুদ শিকদার (৩৫) ও সবুজ শেখ (২০) আহত হয়। তাদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বাড়ি ভাংচুরের খবর পেয়ে নড়াইল জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুজ্জামান, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিপ্ল¬ব সাহা, উপ-পরিদর্শক নয়ন পাটোয়ারী, শিমুল দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিপ্ল¬ব সাহা বলেন, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার বিভিন্ন বাড়িঘর, মাছের ঘের, গবাদি-পশু ও জমির ফসল লুট করে নেয় পলাশের চিন্থিত সন্ত্রাসি বাহিনী। শেখ খায়রুজ্জামানের চিংড়িঘেরে বিষ প্রয়োগে দেড় কোটি টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ভাবে বহুু মাছের ঘের লুট করেছে ঐ পলাশ বাহিনী। এছাড়া পলাশ সমর্থিত লোকজনদের হামলার ভয়ে বনি শেখের লোকজন দুইমাস ধরে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। কুমড়ি গ্রামের গত চারমাসে সংঘটিত হত্যা, বাড়ি ভাঙচুর, ঘেরে বিষ প্রয়োগ, লুটপাট, চাদাবাজি, ধর্ষণ ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন ঘটনায় লতিফুর রহমান পলাশসহ তার লোকজনের নামে কমপক্ষে ১৫টি মামলা দায়ের করা হয়েছে।
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস