নড়াইলে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের কম্বল বিতরণ
উজ্জ্বল রায়, নড়াইল: তীব্র শৈত্যপ্রবাহে অসহায় ও দুঃস্থ্য শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পুলিশ প্রশাসন। গতকাল বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কম্বল বিতরণ করেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে জানা যায়,এসময় অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান (শিক্ষানবিশ) সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, তীব্র শীতে অসহায় ও দুঃস্থ্যদের শীত নিবারণে কম্বল বিতরণ কার্যক্রম চলছে। শীতার্তদের পাশে দাড়াতে তিনি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।