নড়াইলে মাছ ধরাকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
নড়াইল ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট : মাছ ধরাকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে চাচাতো ভাই সাদ্দাম শেখকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১০জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, স্থানীয় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ১২টার দিকে নোয়াপাড়া গ্রামের টুকু শেখ ও হারু শেখের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে টুকু শেখের পরিবারের লোকজন হারু শেখের ছেলে সাদ্দামকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এ সময় উভয়পক্ষের ১০জন আহত হন। আহতদের নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ খুুলনা ও ঢাকায় ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর