Connecting You with the Truth

পুঠিয়ায় ইয়াবাসহ ৭৫ বছরের বৃদ্ধ আটক

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় ২শ’ ২০ পিস ইয়াবাসহ খবির উদ্দিন নামে ৭৫ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গত কাল দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সেনবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। খবির উদ্দিনের বাড়ি উপজেলার আগড়া গ্রামে। রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান জানান, বৃদ্ধ খবির উদ্দিন বেশ কিছুদিন যাবত মাদক বহনের কাজ করে আসছিলেন। গত কাল তিনি ইয়াবা নিয়ে সাইকেলযোগে পুঠিয়া সদরের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ এলাকায় সাইকেলের গতি রোধ করে দেহ তল্লাশি চালিয়ে ২শ’ ২০ পিস ইয়াবা পাওয়া যায়।
আটকের পর তিনি দীর্ঘদিন ধরে মাদক বহনের কাজ করে আসছিলেন বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি হাফিজুর।

Comments
Loading...