প্রজাতন্ত্র দিবসের মধ্যাহ্নভোজে আমন্ত্রিত শাহরুখ-ঐশ্বর্য
বিনোদন ডেস্ক: মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন বলিউড বাদশা শাহরুখ খান, ঐশ্বর্য রাই। তাঁদের সঙ্গে অতিথি তালিকায় রয়েছেন পরিচালক আদিত্য চোপড়া এবং অভিনেত্রী কাল্কি কোয়েচলিন। মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন ভারতে নিযুক্ত ফ্রান্সের দূত ফ্র্যানকোয়েস রিচিয়ার।
জানা গিয়েছে, এই মধ্যাহ্নভোজে শুধুমাত্র চলচ্চিত্র নিয়েই কথা হবে। ২০০৭-এ বলিউডে তাঁর অনন্য অবদানের জন্যে ফরাসি সরকারের থেকে বিরল সম্মানে ভূষিত হন শাহরুখ। সে কারণেই আজ তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। ২০১৪ সালে তাঁকে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিকত্বের সম্মান প্রদান করা হয়। ঐশ্বর্য কান চলচ্চিত্র উত্সবের নিয়মিত অতিথি। সে কারণে আজকের অনুষ্ঠানে তিনিও অপরিহার্য বলে বি-টাউনের খবর।