ফুলবাড়ীতে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
ফুলবাড়ী প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেছে এক যুবক। এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে মঙ্গলবার রাতে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করে।
ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে ফুলবাড়ী ডিগ্রি কলেজের পুকুর পাড়ে নির্জন এক বাড়িতে।
জানা গেছে, উপজেলার মুছল্লিপাড়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী (১৩)’র সাথে চন্দ্রখানা গ্রামের আয়নাল হকের পুত্র মমিনুল ইসলাম (২১) প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালিয়ে আসছিল। এ নিয়ে প্রায় সময় মাদ্রাসা আসার পথে উত্ত্যক্ত করত তাকে। মেয়েটি ওই দিন বাড়ি ফেরার পথে ভণ্ড প্রেমিক ফুলবাড়ী ডিগ্রি কলেজের পুকুর পাড়ে তাকে কৌশলে নিয়ে যায়। সেখানে কথা বলার একপর্যায়ে মুখ চেপে ধরে মমিনুল তার বন্ধুদের সহযোগিতায় জোরপূবর্ক ধর্ষণ করেন। মেয়েটির আর্তচিৎকারে লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।
পরে ধর্ষিতা নিজে বাদী হয়ে ফুলবাড়ী থানায় মঙ্গলবার রাতে মামলা দায়ের করে। তার ডাক্তারী পরীক্ষা করার জন্য কুড়িগ্রামে পাঠিয়েছে পুলিশ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।