ফের শাহরুখ-কাজল জুটি
আবারও বড় পর্দায় দেখা যাবে ‘ডিডিএলজে’ ম্যাজিক। সৌজন্যে পরিচালক রোহিত শেট্টি। আইসল্যান্ডে আসন্ন ‘দিলওয়ালে’ ছবির গানের একটি বিশেষ দৃশ্যের শুটিংয়ের পর তা টুইট করে জানিয়েছেন কোরিওগ্রাফার ফারহা খান। এই ছবিতে ফের বড় পর্দায় দেখা যাবে শাহরুখ-কাজল জুটিকে।
‘ডিডিএলজে’তেও কোরিওগ্রাফ করেছিলেন ফারহা। আর এই ছবি নিয়ে সবচেয়ে উত্তেজিত তিনিই। রোহিত শেট্টি ফারহাকে শাহরুখ-কাজল জুটির জন্য একটি রোম্যান্টিক গান ছবিতে রাখতে অনুরোধ করেছিলেন।
তারই শুটিং শেষে টুইটারে অনুরাগীদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন ফারহা। বলিউড বাদশা ফারহাকে আগেই বলেছিলেন, ওই গানটি এমনভাবে শুটিং করতে হবে যাতে তা ‘কাভি খুশি কাভি গম’ ছবির ‘সুরজ হুয়া মধ্যম’এ শাহরুখ-কাজলের কেমিস্ট্রিকেও ছাপিয়ে যেতে পারে।
তার বিচার এবার দর্শকদের হাতে। চলতি বছরের ক্রিসমাসে মুক্তি পাবে ছবিটি। শাহরুখ-কাজলের পর্দার প্রেম ফের উপভোগ করতে তৈরি সিনেপ্রেমীরা।
বাংলাদেশেরপত্র/এডি/আর