Connecting You with the Truth

ফ্রান্সে মসজিদের কাছে বিস্ফোরণ

franchআন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সে শার্লি এবদু পত্রিকায় হামলার পরদিন হোনা অঞ্চলের একটি শহরে এক মসজিদের কাছে একটি রেস্টুরেন্টে বিস্ফোরণ ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। লে পোগহে পত্রিকার উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে এ বিস্ফোরণে জানালার কাঁচ ভেঙে যায়। গ্যাস লিক হয়ে এ বিস্ফোরণ ঘটেনি বলেই মনে করা হচ্ছে। এবদু ম্যাগাজিনের অফিসে হামলার পর ফ্রান্সের কয়েকটি জায়গায় মসজিদে হামলার খবরও এসেছে। ফ্রান্সে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মুসলিমের বাস।

Comments
Loading...