Connecting You with the Truth

বছর শেষে মা হচ্ছেন রানী

1439144535
মা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। জানা গেছে, ২০১৬ সালের জানুয়ারি মাসে প্রথম সন্তান আসছে রানী-আদিত্যর কোলে। এ নিয়ে মিডিয়াতে কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল।

বিয়ের পর থেকে আদিত্য চোপড়া ও রানী মুখার্জি বেশিরভাগ সময়ই দেশের বাইরে থাকায়, খবরের সত্যতা জানা যাচ্ছিলো না। চলতি মাসে খবর আসে, লন্ডনে বেড়াতে গিয়ে ম্যাসাজ পার্লারে নিয়মিত যাচ্ছেন রানী মুখার্জি।

সেখানে একটি বিশেষ ধরনের ম্যাসাজ নিচ্ছেন, যা সাধারণত অন্তঃসত্ত্বা নারীরা করিয়ে থাকেন। এরপরই তার মা হওয়ার বিষয়ে কানাকানিটা শুরু হয়!

তবে এবার রানীর ননদ জ্যোতি মুখার্জি তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ, রানী অন্তঃসত্ত্বা।’

গত বছরের এপ্রিলে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রানী। বলিউডের এই অভিনেত্রী সর্বশেষ যশরাজ ফিল্মস প্রযোজিত ‘মারদানি’ ছবিতে অভিনয় করেছিলেন।  সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশেরপত্র/ এডি/আর

Comments
Loading...