বাঘায় অপরিপক্ক আমে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগ
বাঘা (রাজশাহী সংবাদদাতা: রাজশাহীর বাঘায় অপরিপক্ক আমে কেমিক্যাল মেশানোর অপরাধে উপজেলার কলিগ্রাম এলাকার আলা উদ্দীন নামের এক আম ব্যবসায়ীর প্রায় ১০ মন আম জব্দের পর,জনসন্মুখে তা বিনাশ করা হয়েছে। সোমবার(১৬-৫-১৬) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার হামিদুল ইসলাম ওই এলাকায় অভিযান চালিয়ে জব্দকৃত আম স্থানীয় লোকদের দিয়ে বিনাশ করেন।
বাঘা থানার উপপরিদর্শক নূূরল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, অপরিপক্ক আমে কেমিক্যাল মেশানো হচ্ছে। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আমগুলো জব্দের পর বিনাশ করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ী পালিয়ে যান। যার আনুমানিক মুল্যে প্রায় ২০ হাজার টাকা। এ ঘটনার দুইদিন আগে একই অপরাধে পীরগাছা এলকায় অভিযান চালিয়ে প্রায় ২০ মণ আম বিনাশ করা হয়েছে বলে জানান তিনি।