Connecting You with the Truth

বিরামপুরকে জেলা ঘোষনার দাবিতে গণজমায়েত, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

Birampur Zilla News  17.02  (2)শাহ্ আলম মন্ডল, বিরামপুর: দিনাজপুর জেলার দক্ষিণ অংশের ৬ উপজেলাকে নিয়ে বিরামপুরে জেলা ঘোষনার দাবিতে বুধবার সম্মিলিত পেশাজীবি ঐক্য পরিষদের আহবানে গণজমায়েত, বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষ্যে বিরামপুর শহরের ঢাকা মোড়ে বেলা ১১টায় আয়োজিত গণজমায়তে পেশাজীবি ঐক্য পরিষদের আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা ঘোষনার যৌক্তিক কারণ উল্লেখ করে বক্তব্য রাখেন, বিরামপুর জেলা বাস্তবায়ন কমিটির সাবেক সভাপতি অ্যাড. মওলা বক্স, বণিক সমিতির সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ সরকার, পৌর কাউন্সিলর মোজাফফর রহমান, শওকত আলী, মিজানুর রহমান, শহিদুল ইসলাম, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবীর হিরো, বিরামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ মানিক, সাংবাদিক মাহমুদুল হক মানিক প্রমূখ। সকাল থেকেই বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানীয় সংগঠনের ব্যানারে জেলার দাবীর ব্যানার-ফেস্টুন নিয়ে কয়েক হাজার নারী-পুরুষ ঢাকা মোড়ে উপস্থিত হন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, ব্যবসায়ী, শ্রমিক ও পেশাজিবীরা অংশগ্রহণ করেন। পরে শহরে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Comments
Loading...