Connecting You with the Truth

বেনাপোলে বিরল প্রজাতির কচ্ছপ ও ফেনসিডিল উদ্ধার

Benapole--Tortois photo--31-08-15বেনাপোল প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা সোমবার ভোর রাতে বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমাণ বিরল প্রজাতির কচ্ছপ ও ফেনসিডিল উদ্ধার করেছে।

বিজিবি ২৩ ব্যাটালিয়নের পুটখালি কোম্পানী কমান্ডার সুবেদার শফি উদ্দিন হাওলাদার জানান,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বেনাপোল পোর্ট থানাধীন উত্তর বারপোতা মাঠে অভিযান চালায়।বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা তাদের সঙ্গে থাকা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বস্তা ভর্তি ভারতীয় ২শ৩৯ টি কচ্ছপ এবং ২শ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

যার আনুমানিক সিজার মূল্য ২৪,৮০,০০০/-টাকা বলে জানায় বিজিবি। উদ্ধারকৃত ফেনসিডিল গুলো সোমবার সকাল সাড়ে ১১ টার সময় বেনাপোল পোর্ট থানায় এবং কচ্ছপগুলো বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা এর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...