ঢাকা বিভাগ
ভাঙ্গায় ১১৯২ বোতল ফেন্সিডিল সহ ০২ মাদক ব্যবসায়ী আটক।
মোঃ খালেদুর রহমান , ফরিদপুর ব্যুরো ঃ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বিশ্বরোড মোড় এলাকা হতে অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে ১১শ ৯২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব -৮ ফরিদপুর। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
র্যাব-৮ ফরিদপুর জানায় , তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, যশোর জেলার অধিবাসী দুজন মাদক ব্যবসায়ী মাদকের (ফেন্সিডিল) একটি চালান পিয়াজের বস্তা বহনকারী একটি মিনি ট্রাকের মধ্যে নিয়ে বিক্রয়ের জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে ফরিদপুর-ভাংগা হাইওয়ে রোড হয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এবং এএসপি মোঃ হাফিজুল ইসলাম এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক দুপুর ১২ ঘটিকার সময় ভাংগার মোড় হতে ১০০ গজ সামনে ফরিদপুর এবং ভাংগা হাইওয়ের মাঝে একটি চেকপোস্ট স্থাপন করে। পরবর্তীতে আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি পেঁয়াজ বহনকৃত মিনি ট্রাক যার নং ঢাকা মেট্রো ন-১৬-২২৮৭ তল্লাসীর জন্য থামানোর চেষ্টা করা হলে ট্রাক ড্রাইভার সহ হেলপার উক্ত ট্রাকটি না থামিয়ে পালানোর চেষ্টা করলে ফোর্সের সহায়তায় ট্রাকটি থামানো হয়।পালানোর চেষ্টাকালে ২ জনকে আটক করা হয়। এ সময় উক্ত ট্রাকটি তল্লাসী করা হলে পিঁয়াজের বস্তাগুলোর মাঝে ৪টি পাটের বস্তায় রক্ষিত সর্বমোট ১১৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদকব্যবসায়ী হলো মনিরামপুর থানার সুন্দলপুর গ্রামের মজিদ সরদারের ছেলে মোঃ মাহবুর সরদার (২৬), এবং একই থানার শ্যামপুর গ্রামের শের আলী গাজীর ছেলে মোঃ আব্দুস সালাম (২৬), । প্রার্থমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , তারা দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে ফরিদপুর জেলার ভাংগা থানায় মামলা কার্যক্রম প্রক্রীয়াধীন।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস