Connecting You with the Truth

ভারতের বিপক্ষে সিরিজের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বিজয়

স্পোর্টস ডেস্ক:
পাকিস্তান সিরিজ শেষে ছুটি কাটিয়ে গত কয়েকদিন ধরেই ক্রিকেটারদের অনেকেই সময় কাটিয়েছেন ব্যক্তিগত অনুশীলনে। এরপর গত বুধবার থেকে ফিটনেস ক্যাম্প দিয়ে শুরু হয়েছিল আসন্ন ভারত সিরিজের প্রস্তুতি। বৃহস্পতিবার ছিল ফিটনেস ক্যাম্পের শেষ দিন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর দ্বৈরথের পর আবারো ভারতের বিপক্ষে মাঠে নামবে মুশফিক-মাশরাফিরা। বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামি ৭ জুন পূর্ণশক্তির দল নিয়ে ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। ভারতের বিপক্ষে এই সিরিজকে এক প্রকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এনামুল হক বিজয়। বিশ্বকাপে ইনজুরির কারণে জাতীয় দল থেকে বাদ পড়া বিজয় মনে করেন, ভারতের বিপক্ষে সিরিজটা বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বিশ্বকাপের ওই কোয়ার্টার ফাইনাল ম্যাচে বিতর্কের কারণে এবার সিরিজে ভালো উত্তাপ তৈরি হবে বলেই আশা করছেন ডানহাতি এ ওপেনার। বৃস্পতিবার ফিটনেস ট্রেনিং শেষে এনামুল হক বিজয় বলেন, ‘অপেক্ষায় আছি ভালো একটা সিরিজ শুরু করার জন্য। বিসিএলে খেলেছি কয়েকটি ম্যাচে রানও পেয়েছি। এখন জিম করছি এবং অনুশীলনও অব্যাহত আছে। ভারত সিরিজে যদি দলে সুযোগ পাই, তাহলে শতভাগ দিয়ে ভালো পারফরম্যান্স করার চেষ্টা করবো।’ ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে বিজয় আরও বলেন, ‘আমরা জানতাম বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে কোন ম্যাচ কিংবা সিরিজ আসে তাহলে আলাদা একটা দ্বৈরথ সৃষ্টি করবে। আলাদা একটা উত্তেজনা অবশ্যই সৃষ্টি হবে। আমি মনে করি এটা প্রত্যেকটা খেলোয়াড়ের জন্যই ভালো সুযোগ, যদি সে পারফরম্যান্স করতে পারে। আমরা মনে করি এটা আমাদের জন্য এটা বড় একটা চ্যালেঞ্জও। কারণ ভারতের মতো দল আমাদের দেশে আসছে। ভালো খেলতে পারলে দলের র‌্যাঙ্কিংও বাড়বে, সে সঙ্গে নিজেদের ফোকাসটাও বাড়িয়ে নিতে পারব।’ বিশ্বকাপে ইনজুরির জন্য দল থেকে ছিটকে পড়েন বিজয়। ফলে এ ডানহাতি ওপেনারের পরিবর্তে তামিম ইকবালের সঙ্গে সৌম্য সরকারের ভালো একটা ওপেনিং জুটিও দাঁড়িয়ে গেছে এর মধ্যে। তবে এ বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নন বিজয়। তিনি বলেন, ‘চ্যালেঞ্জ সব সময় প্রতিটা খেলোয়াড়ের জন্যই সমান থাকে। বাংলাদেশ এখন পরিণত একটা দল। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট এখন আগের অবস্থায় নেই। খুব ভালো অবস্থানে আছে। এখানে অবশ্যই সবার মধ্যে কঠিন প্রতিযোগিতা চলছে। তাতে করে আমার জন্য বড় চ্যালেঞ্জ অবশ্যই। সব সময় এমন একটা বাংলাদেশের হয়ে খেলতে চাই। কারণ বাংলাদেশের জার্সিতে খেলাটা অনেক গর্বের। সুযোগ আসলে সেটাকে আমি কাজে লাগাতে চাই।’

Comments
Loading...