ঢালিউড
ভারতের ৩০ হলে মুক্তি পাচ্ছে ‘ছুঁয়ে দিলে মন’
বিনোদন ডেস্ক: শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ বাংলাদেশে মুক্তি পায় ২০১৫ সালের ১০ এপ্রিল। দর্শক নন্দিত সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে ভারতের পশ্চিম বাংলায়। পর্যায়ক্রমে ৩০টি হলে সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানান নির্মাতা। সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার পণ্য আমদানি-রফতানি চুক্তি-২০১২ ‘সাফটা’র আওতায় কলকাতায় ২৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘ছুঁয়ে দিলে মন’। ডিসেম্বরে ভারতীয় সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় সিনেমাটি।
অভিষেক সিনেমার ভারতযাত্রা প্রসঙ্গে শিহাব পরিবর্তন ডটকমকে জানান, আপাতত ১০টির মতো হলে চলবে। এরপর পর্যায়ক্রমে কলকাতা, আসাম ও ত্রিপুরার ৩০টির মতো বাছাইকৃত হলে চলবে।
এ দিকে সিনেমাটির নায়িকা জাকিয়া বারী মম কলকাতায় মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘বাংলাদেশ, আমেরিকার দর্শকরা যেভাবে ছবিটি গ্রহণ করেছে সেভাবে কলকাতার দর্শকরাও গ্রহণ করবেন আশা করি। তবে আরও বেশি হলে মুক্তি পেলে ভাল লাগত।’
ছবিটি কলকাতায় পরিবেশনার দায়িত্বে রয়েছে পিয়ালি ফিল্মস। মুক্তির ব্যাপারে সহায়তা করছে জিরনা ইন্টারন্যাশনাল। এশিয়াটিক ধ্বনিচিত্র লিমিটেড ও মনফড়িং প্রযোজিত ছবিটিতে আরও অভিনয় করছেন আরিফিন শুভ, মিশা সওদাগর, আলীরাজ প্রমুখ।
‘ছুঁয়ে দিলে মন’র বিনিময়ে বাংলাদেশে এসেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘বেলা শেষে’। এটি আপাতত বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে। এর আগে বেশকিছু ছবি নানান সময়ে নানান উপায়ে দুদেশে প্রদর্শিত হলেও সাড়া জাগাতে পারেনি।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস