Connecting You with the Truth

ভাষা অনুবাদ করে শোনাবে ‘ওয়ানটুওয়ান!

এক ভাষার শব্দ অন্য ভাষায় অনুবাদ করে শোনাবে ওয়ানটুওয়ান। আইবিএম ওয়াটসনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ডিভাইসটি কানে দিলেই সেকেন্ডেই এক ভাষার শব্দ অন্য ভাষায় শোনা যাবে। ডিভাইসটি তৈরি করেছে অস্ট্রেলিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান লিংমো ইন্টারন্যাশনাল। এরই মধ্যে জেনেভায় ইউনাইটেড নেশনস আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ফর গুড সামিটে ডিভাইসটি প্রদর্শনও করেছে তারা।

ডিভাইসটি ব্যবহারে ব্লুটুথ বা ইন্টারনেটের প্রযোজন হবে না। প্রাথমিকভাবে ইংরেজি, জাপানি, ফরাসি, ইতালিয়ান, স্প্যানিশ, পর্তুগিজ, জার্মান ও চীনা ভাষায় শব্দ অনুবাদ করতে পারবে ডিভাইসটি। ফলে বিদেশ ভ্রমণের সময় ডিভাইসটি কানে দিলেই আশপাশের শব্দ তাৎক্ষণিক নিজ ভাষায় শুনতে পারা যাবে। শিগগির বাজারে আসবে ডিভাইসটি।

Comments
Loading...