মানিকগঞ্জে বিএনপির ৮ নেতাকর্মীসহ আটক ২৭
ভ্রাম্যমাণ প্রতিনিধি, মানিকগঞ্জ:
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধে নাশকতা ও সহিংসতার আশঙ্কায় পুলিশ মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির আট নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ২৭ জনকে আটক করেছে। গত মঙ্গলবার রাত থেকে গত কাল বুধবার ভোর পর্যন্ত পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক বিএনপি নেতাকর্মীরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার মো. ইমরান হোসেন (২৫), মো. আনোয়ার হোসেন (২৩), আসলাম হোসেন (২০), হাসমত আলী হাসান (২৯), মো. আফির হোসেন লিটন (৪৩), সিঙ্গাইর উপজেলার মো. আমির মোল্লা (৪০), শিবালয় উপজেলার মো. জসিম উদ্দিন (২৭) ও ঘিওর উপজেলার মো. জসিম উদ্দিন (৩২)।
গত কাল বুধবার সকালে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে সাংবাদিকদের কাছে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, জেলায় সহিংসতা প্রতিরোধে পুলিশ এ অভিযান চালায়। সংশ্লিষ্ট থানা পুলিশ বিএনপির ৮ নেতাকর্মীদের আটক করে এবং গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা সংক্রান্ত আরো ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।