Connecting You with the Truth

মান্দায় বিএনপির হরতাল পালিত

জেলা প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁ জেলার মান্দায় হরতাল পালন করেছে মান্দা উপজেলা বিএনপি।
এ উপলক্ষে গত কাল রবিবার মান্দা উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের ফেরিঘাট বাসস্ট্যান্ডে সমবেত হয়ে বিএনপির নেতা-কর্মীরা দফায় দফায় মিছিল বের করে।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফেরিঘাট বাসস্ট্যান্ডে এক সমাবেশে মিলিত হয়। মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ সামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আহ্বায়ক সদস্য মকলেছুর রহমান, নাজমুল হক নাজু, শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, মনোজিৎ কুমার সরকার, জেলা সদস্য জামিলা আক্তার ফেন্সি, যুবদল নেতা আ. জলিল, এনামুল হক, আসাদুজ্জামান আসাদ, আ. মালেক, ছাত্রদল নেতা আবুবকর সিদ্দিক, আ. কাদের, দুলাল হোসেন প্রমুখ।

Comments
Loading...