যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে বন্যায় আটজনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের উটাহ রাজ্যে বন্যায় অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও ৬ জন।
বন্যায় রাজ্যের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ায় এক টুইটার বার্তার মাধ্যমে স্থানীয় জরুরি বিভাগ এই খবর জানিয়েছে। উটাহর ডিভিশন অব ইমার্জেন্সি ম্যানেজমেন্টের খবর অনুযায়ী বন্যার স্রোতের কবলে পড়ে গাড়িতে থাকা অবস্থায়ই ঐ আট ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্রোতের কারণে গাড়িগুলো ভেসে যায়। নিখোঁজদের সন্ধানে মাঠে নেমেছে উদ্ধারকর্মীরা। তবে বন্যার তোড়ে উদ্ধারকাজে ব্যাঘাত হচ্ছে বলে জানিয়েছে তারা।