রংপুরে পানিতে ডুবে ছাত্রের মৃত্যু
রংপুরে পানিতে ডুবে আকাশ নামে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বাড়ির পাশে শ্যামা সুন্দরী খালে পড়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
আকাশ নগরীর মাহিগঞ্জ এরশাদ নগর এলাকার আব্দুস সোবহানের ছেলে ও নগরীর তাজহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে শ্যামা সুন্দরী খালের পাশ দিয়ে হাটার সময় অসাবধানতাবশত খালে পড়ে যায় আকাশ। পরে রংপুর ফায়ার সার্ভিসে খবর দিলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাল হতে তার লাশ করা হয়।
মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ পিপিএম ঘটনার সতত্য নিশ্চিত করেছে