Connecting You with the Truth

রংপুর পীরগাছায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

26 marchআব্দুর রহমান রাসেল, পীরগাছা: 

রংপুরের পীরগাছায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে পীরগাছা উপজেলা প্রশাসন দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেন। রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে ৩১ বার তোপরধ্বনীর মাধ্যমে ফুল দিয়ে শুভ সূচনা করা হয়েছে। সকাল ৯টায় স্থানীয় জে,এন মডেল হাইস্কুল মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছেলেমেয়েরা কুচকাওয়াজ এ অংশ নিয়ে পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন, পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আলিয়া ফেরদৌস জাহান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আফছার আলী, বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের শাহ্ মোঃ মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন অনু, মহিলা ভাইস চেয়ারম্যান মনঝুরী বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম সরদার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন। বক্তব্য দেন পীরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, আব্দুর রউফ আনসারী, মতিয়ার রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন, জয়ন্ত সরকার তাকে সহযোগিতা করেন গোলাম কিবরিয়া পরে পুরস্কার বিতরণ ও সন্ধ্যায় স্থানীয় বটতলায় স্বাধীনতা চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

Comments
Loading...