রাজধানীতে ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর হাত-পা বাধা লাশ উদ্ধার
রাজধানীর আরামবাগের একটি ফ্লাট থেকে এক ব্যবসায়ীর হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে নেয়া হয়।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে বাবার বাড়ি থেকে ফিরে ঘরে তালা লাগানো দেখেন নিহত মাজেদ মোল্লার স্ত্রী। এরপর ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে স্বামীর জন্য অপেক্ষা করেন বিকেল ৩টা পর্যন্ত। এরপর তালা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে হাত-পা বাধা অবস্থায় স্বামীর নিথর দেহ দেখে মাজেদ মোল্লার স্ত্রী চিৎকার দিলে আশপাশের ফ্ল্যাটের মানুষজন ছুটে আসে।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে পুলিশ। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া না যাওয়ায় তাদের ধারণা, মাজেদ মোল্লাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত মাজেদ একজন প্রিন্টিং-প্রেস ব্যবসায়ী।
প্রায় সাড়ে ৩ বছর আগে আরামবাগের ওই বাড়ি ভাড়া নেন তিনি। সঙ্গে স্ত্রী ও সন্তান থাকলেও রোজার ঈদের আগে গ্রামে চলে যাওয়ায় গত প্রায় দেড় মাস ফ্ল্যাটে একাই থাকতেন মাজেদ।
বাংলাদেশেরপত্র/এডি/আর