Connecting You with the Truth

রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

sucide bdp

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী নিজ কক্ষে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেছেন। সুব্রত কুমার নামের ওই শিক্ষার্থীর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার দেওপাড়া এলাকায়। তার পিতার নাম দ্বিজেন্দ্রনাথ।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম বাদশা জানান, ‘শনিবার সন্ধ্যায় নগরীর সাগরপাড়া এলাকায় ভাড়া করা একটি মেসের নিজ কক্ষে শিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেন সুব্রত। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিলো। পরে অন্যরা এসে দরজা ভেঙ্গে ভেতরে ঢোকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তবে এখনো আত্মহত্যার কারণ সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠনোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি সেলিম বাদশা।

এ ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। তার পরিবারে খবর পাঠানো হয়েছে। প্রক্টরিয়াল বডির সদস্য এবং আমি নিজেই সেখানে যাচ্ছি।

Comments
Loading...