রাশিয়ার পূর্বাঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলে শনিবার সকালে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে। ইউএসজিএস জানায়, গ্রিনিচ মান সময় ০৩২৫ টায় রাশিয়ার ইয়েলিজোভো শহর থেকে প্রায় ৯৫ কিলোমিটার উত্তরপূর্বে ১৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
জাতীয় ও প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে কোন সুনামির ঝুঁকি নেই। এই ঘটনায় তাৎক্ষণিভাবে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এএফপি।