Connecting You with the Truth

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর বশিকপুরের মনির হোসেন (৩২) নামে এক ওয়ার্ড যুবলীগের সভাপতিকে গুলি করেছে দুর্বৃত্তরা।
গত ৪ এপ্রিল শনিবার রাত ৯টায় সদর উপজেলার ৭নং বশিকপুর ইউনিয়নের কাশিপুর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এলাকাবাসী তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে নোয়াখালী মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।
গুলিবিদ্ধ মনির হোসেন একই ইউনিয়নের কাশিপুর গ্রামের মিনার বাড়ির মৃত রফিক উল্যার ছেলে এবং ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা যায়।
এলাকাবাসী জানায়, কাশিপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি মনির হোসেন রাতে বাড়ি যাওয়ার সময় রহিম উদ্দিন পাটোয়ারী বাড়ির দরজায় জামে মসজিদের সামনে দুর্বৃত্তরা তার বাম পায়ে ও পিঠে এলোপাতাড়ি গুলি করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে নোয়াখালী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একেএম সালাহ উদ্দিন টিপু জানান, মনির হোসেন কাশিপুর গ্রামের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। আমি এর তীব্র নিন্দা জানাই এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করছি।
এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায় নি।

Comments
Loading...