লালমনিরহাটে চলমান হরতালে ক্ষতিগ্রস্থ এক ব্যবসায়ীর আর্তনাদ
লালমনিরহাট প্রতিনিধি :
চলমান হরতাল অবরোধে ব্যবসায় দারুন ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে মোঃ জিলানী রাজিব নামের একজন ব্যবসায়ি জমি/জমা বিক্রি করেও ঋণের দায় শোধ করতে না পেরে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন
। সে কুষ্টিয়া জেলার ভেলামারা উপজেলার মোকারিমপুর গ্রামের মৃত: নুরুল হকের পুত্র জিলানী রাজিব। বর্তমানে ঢাকা বাড্ডা এলাকায় দিন মজুরের কাজ করে কোন রকম জীবন যাপন করছেন। গতকাল বৃহষ্পতিবার কাজের সন্ধানে পালিয়ে লালমনিরহাটে এসে প্রেস ক্লাব দেখতে পেয়ে সাংবাদিকদের কাছে হাও-মাও করে কেঁদে কেঁদে তার করুন কষ্টের কথা জানান। আত্মহত্যা করলে কি সব মুক্তি মিলবে? পরিবার পরিজন ছেলে-মেয়ের কথা ভেবে অবশেষে সে পথ থেকে সরে আসেন। সিদ্ধান্ত নেন ১টি কিডনী বিক্রি করে অবশিষ্ট ঋণ পরিশোধ করবেন। বিগত ৮৭ দিনের হরতাল অবরোধে ব্যবসার পুজি থেকে সংসারের ব্যয় নির্বাহ করে এখন সে দেউলিয়া। বাজারে পাওনাদার ও মহাজনের দেনা পরিশোধের কোন উপায় না পেয়ে অবশেষে এ সিদ্ধান্ত নেন তিনি। এবিষয়ে কয়েকটি জাতীয় পত্রিকায় সাহায্যের জন্য আবেদন শিরোনামে- এ দেশের ধর্মপ্রান মুসলমান ভাইদের কাছে বিনীত ভাবে অনুরোধ করেছিলেন জিলানী রাজিব নামের উক্ত ব্যবসায়ী। কিন্তু একজন মুসলমান ভাইও তার এই আবেদনে সাহায্যের জন্য এগিয়ে আসেননি। তাই উক্ত ব্যবসায়ী মানসিক ভাবে খুবই অসুস্থ্য হয়ে পড়ায় জীবন বাঁচার তাগিদে এখন কিডনী বিক্রি করে বাঁচার আশা করছেন। উক্ত ব্যবসায়ী জিলানী রাজিবের রক্তের গ্র“প ও নেগেটিভ। সমাজের স্ব-হৃদয়বান ও বৃত্তবান ব্যক্তিদের প্রতি সহযোগিতা করার জন্য এগিয়ে আসার আকুল আবেদন জানিয়েছেন জিলানী রাজিব। যার চলতি হিসাব নং : ১১৬.১০১.১৮২৩৩২, ডাচ -বাংলা ব্যাংক লিঃ, গুলশান শাখা, ঢাকা, বিকাশ/মোবা ঃ ০১৭২০৫৮০০২৭।