শহীদ দিবস উপলক্ষে রংপুরের রবার্টসনগঞ্জ স্কুল এন্ড কলেজে শিশু কিশোর মেলার সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
রংপুর অফিস: মহান শহীদ দিবস উপলক্ষে শিশু কিশোর মেলা রংপুর জেলা শাখার উদ্যোগে গতকাল ২৫ ফেব্রুয়ারি বেলা ১২ টায় রবার্টসনগঞ্জ স্কুল এন্ড কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিশু কিশোর মেলার সংগঠক ইমরান সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রবার্টসনগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, শিশু কিশোর মেলা রংপুর জেলা শাখার সংগঠক রোকনুজ্জামান রোকন, শিক্ষক রওশন জাহান, এ.কে.এম হাবিবুল্লাহ, শরিফুল ইসলাম, প্রভাষক আবুল খায়ের মাসুম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর ১২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সভায় শহীদ দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে শিশু কিশোরদের বিজ্ঞানমনষ্ক, সৃজনশীল ও সামাজিক দায়বোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য সম্পৃক্ত হওয়ার আহবান জানানো হয়।