শীর্ষে ফিরলেন ম্যাথিউস, পেছনে চলে গেল সাকিব
স্পোর্টস ডেস্ক:
তিন ফর্মেটের ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে সেরা হয়ে ইতিহাস গড়েছিলেন সাকিব আল হাসান। তবে দশ দিনের মাথায় ওয়ানডে থেকে নেমে যেতে হল তাকে। সাকিবকে সরিয়ে আবার শীর্ষে ফিরেছেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। শ্রীলঙ্কার নিউজিল্যান্ড সফরের প্রথম ম্যাচে ম্যাথিউসের ব্যর্থতার জন্যই কোন ম্যাচ না খেলে শীর্ষস্থান পেয়েছিলেন সাকিব। তিন ধরনের ক্রিকেটে এক সঙ্গে এর আগে কেউ শীর্ষে থাকতে পারেনি। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডের পর ম্যাথিউস ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন। বৃষ্টিতে পণ্ড এই ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক। দুই ধাপ পিছিয়ে সাকিব নেমে গেছেন তিনে। চার থেকে দুই উঠে এসেছেন শ্রীলঙ্কারই তিলকরতেœ দিলশান। তিনজনের পয়েন্টের ব্যবধান অবশ্য বেশি নয় – ম্যাথিউসের ৪০৭, দিলশানের ৪০৪, সাকিবের ৪০৩। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে অসাধারণ খেলে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেন সাকিব। এরপর হাফিজকেই ছাড়িয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থান ফিরে পান বাংলাদেশের সেরা ক্রিকেটার।