Connecting You with the Truth

শৈলকুপায় ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন

Shailkupa UP Counchil Pic-28-01-15.জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় ৯নং ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রি-বার্ষিকী সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৯নং মনোহরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ। বুধবার দুপুরে মনোহরপুর ইউপি আওয়ামী লীগের আয়োজনে হিতামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, ঝিনাইদহ জজ কোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি রানাউজ্জামান বাদশা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান নওরজ, ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, শেখ সেকেন্দার আলী বিশ্বাস প্রমুখ।

Comments
Loading...