Connecting You with the Truth

শৈলকুপায় সাপ্তাহিক ডাকুয়া পত্রিকার বর্ষপূর্তি ও মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় সাপ্তাহিক ডাকুয়া পত্রিকার প্রথম বর্ষ পূর্তিতে শনিবার প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দিনব্যাপী নানা অনুষ্ঠান হয়েছে। একই সাথে সাংবাদিকদের দায়িত্ব-করণীয় সম্পর্কে মতবিনিময় সভা হয়। প্রেসক্লাব শৈলকুপার আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আলমগীর অরণ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শিকদার মোশাররফ হোসেন সোনা, প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক সংবাদ’র রিপোর্টার মিজানুর রহমান লাকি ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলী প্রিন্স, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মনোয়ার হোসেন মালিথা, সাবেক কমান্ডার রহমত আলী মন্টু, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি এসএম কোবাদ আলী, ডাকুয়া পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শাহিন আক্তার পলাশ, উদীচী শৈলকুপার সভাপতি কেএম শরীফুল ইসলাম, পাবলিক হল ও লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাষক স্বপন বাগচী। স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক ডাকুয়া পত্রিকার সম্পাদক শামীম বিন সাত্তার।
সাপ্তাহিক ডাকুয়া পত্রিকার বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এসএম আলীমুজ্জামান।

Comments
Loading...