Connecting You with the Truth

শ্রোতাদের জন্য বাপ্পার উপহার

b-10বিনোদন ডেস্ক:
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। নিজের সুর, সংগীত এবং কণ্ঠ দিয়ে জয় করে নিয়েছেন অসংখ্য শ্রোতার হৃদয়। সম্প্রতি বাপ্পা সিদ্ধান্ত নিয়েছেন তার নিজের গাওয়া বেশকিছু গানের লাইভ রেকর্ডিং করে তা ইউটিউবে প্রকাশ করবেন। আর এমনটি হলে তা বাপ্পা ভক্তদের জন্য একটি সুখবরই বলা যায়। এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, হঠাৎ আমার মনে হল যে আমার নিজের গাওয়া বেশকিছু গানের লাইভ রেকর্ডিং যদি ইউটিউবে প্রকাশ করি তবে মন্দ হয় না। শ্রোতারাও এর মাধ্যমে গানের আসল মজা খুঁজে পাবে। কাজ ইতোমধ্যে শুরু করেছি। খুব শিগগিরি আমি ইউটিউবে আমার নিজস্ব চ্যানেলে গানগুলো আপলোড করবো । উল্লেখ্য, সম্প্রতি বাপ্পা তার প্রথম রবীন্দ্রসংগীতের অ্যালবামের কাজ শুরু করেছেন। ইতোমধ্যে একটি গানের রেকর্ডিংও সম্পন্ন করেছেন তিনি।

Comments
Loading...