Connecting You with the Truth

দোয়াবাজারে সমাজসেবায় ‘নেলসন ম্যান্ডেলা স্বর্ণপদক ‘পেলেন সুরমা ইউপি চেয়ারম্যান

IMG_20160204_175133আশিস রহমান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ‘নেলসন ম্যান্ডেলা স্বর্ণপদক -২০১৬’ লাভ করেছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ০৯নং সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বরেণ্য শিক্ষাবিদ শাহজাহান মাস্টার। গত ২৯ জানুয়ারী নেলসন ম্যান্ডেলা গবেষণা পরিষদ ও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব সার্ক (ওজাস) এর যৌথ উদ্যোগে রাজধানী ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেওয়া হয়। উল্লেখ্য, সুরমা ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার সমাজ সেবায় ও স্থানীয় সরকার অবকাঠামো শক্তিশালী করণে বিশেষ অবদানের জন্য ইতোমধ্যে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি উপজেলার বৃহত্তর লক্ষীপুর (লক্ষীপুর, বোগলাবাজার, সুরমা) ইউনিয়নের দুইবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, র সাবেক সভাপতি, সাবেক উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির দায়িত্ব পালন করছেন। বর্তমানে সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজসেবায় নিয়োজিত রয়েছেন। সুরমা ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি সরুপ ‘নেলসন ম্যান্ডেলা স্বর্ণপদক -২০১৬’ পাওয়ায় এতে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী ও সর্বস্তরের নেতৃবৃন্দ।

Comments
Loading...