Connecting You with the Truth

সাতক্ষীরার তালায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

সৈয়দ ইকরাম আহমেদ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার উপজেলা চত্বরে এক ফলদ  বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। উক্ত মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুুবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দীন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দিন জোয়াদ্দার, তালা সদর ইউনিয়ন চেয়ারম্যান এবং তালা প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম সহ আরো অনেকে। মেলায় বিভিন্ন ফলজ এবং বনজ গাছের প্রদর্শনীর আয়োজন করা হয় এবং বিভিন্ন এলাকার চাষীদের মধ্যে বিনামূলে বৃক্ষ প্রদান করা হয়। উক্ত মেলায় উপস্থিত জনসাধারন কে বৃক্ষের উপকারিতা এবং বিভিন্ন প্রকার ফলজ এবং বনজ বৃক্ষের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ১৫/২০টি নার্সারীর পক্ষ থেকে দোকান দেওয়া হয়েছে। উক্ত বৃক্ষরোপন মেলাটির আয়োজন করেন উপজেলা প্রসাশন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর, তালা, সাতক্ষীরা।  মেলার মুল প্রতিপাদ্য বিষয় ছিল “দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ”।

Comments
Loading...