Connecting You with the Truth

সলমনের ‘সুলতান’ সুপারহিট হবেই: আমির

aamir-new1বিনোদন ডেস্ক: সুপারস্টার আমির খান জানিয়েছেন ওঁর বন্ধু সলমনের ছবি থেকে উনি অনেক প্রত্যাশা করেন । এবং উনি একরকম নিশ্চিত যে ‘ সুলতান ‘ সুপারহিট হবে । উনি বলেছেন ‘ সলমনের ছবি সব সময়ই ভালো হয় । সুলতান ও তার ব্যতিক্রম হবে না । ‘

সলমনের ‘ সুলতান ‘ এবং আমিরের ‘ দঙ্গল ‘ দুটো ছবিতেই দুই মহা নায়ককে দেখা যাবে কুস্তিগীরের চরিত্রে । যদিও সলমনের ছবি মুক্তি পাবে এই বছর ঈদের সময় এবং আমিরের ছবি মুক্তি পাবে ২৫ ডিসেম্বরের সময় । তাই দুই ছবির মধ্যে কোনরকম সংঘর্ষের সম্ভবনা নেই । ইতিমধ্যে দুই ছবিরই শ্যুটিং জোরকদমে চলছে ।

Comments
Loading...