Connecting You with the Truth

সিরাজদিখানে মহান একুশে ফেব্রুয়ারি পালিত

CIMG1229রোমান হাওলাদার , মুন্সীগঞ্জ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হলো মহান একুশে ফেব্রুয়ারি।

প্রথম প্রহরে জাতিয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি পুষ্প স্তবক অর্পণ করেন। তারপর পর্যায়ক্রমে সিরাজদিখান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা বেগম শাহিনা পারভিন, সিরাজদিখান থানার পক্ষ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসানসহ থানা কর্মকর্তাবৃন্দ, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, সিরাজদিখান প্রেসক্লাবসহ অন্যান্য সংগঠনের পক্ষে সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সিরাজদিখান প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ সভাপতি দৈনিক যায়যায় দিনের কে. এন ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদের ইকবাল হোছাইন ইকু, কোষাধ্যক্ষ দৈনিক খববপত্রের আসলাম মোল্লা, দপ্তর সম্পাদক দৈনিক ভোরের ডাকের জাবেদুর রহমান যোবায়েরসহ মো. মোস্তফা, ইবরাহিম হাওলাদার, রেজাউল করিম, শাখাওয়াত হোসেন সজল, মো. রোমান হাওলাদার, মো. শাওন প্রমুখ।

Comments
Loading...