দেশজুড়ে
সিরাজদিখানে স্বরসতী মেলা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি: দেড়শত বছরের ঐতিহ্য মালখানগরের স্বরসতী মেলা। প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হল। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার সন্ধ্যায় শুরু হয়ে রাত ১২ টায় স্বরসতী মেলা সমাপ্ত হয়। অনুষ্ঠানটির আয়োজন করেছে মালখানগর ইউনিয়ন পুঁজা উদযাপন কমিটি ও তালতলা বাজার বণিক সমিতি। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছে ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর। জেলার বিভিন্ন অঞ্চল থেকে ৩৪ টি স্বরসতী বিদ্যাদেবীর মুর্তি এ মেলা অনুষ্ঠানে শোভা পেয়েছে। রাতের এ মেলায় হাজারো মানুষের ঢল নেমেছে। মেলাকে কেন্দ্র করে বিভিন্ন মুখ রোচক খাবার, খেলনা সহ বিভিন্ন প্রকার সামগ্রীর দোকান ও নাগর দোলায় ভীর দেখা গেছে।
রাত ১১টায় তিন গ্রুপে পুরস্কার দেওয়া হয়েছে। ক’ গ্রুপে ১ম হয়েছ্ েকাননিসার দত্তবাড়ি, ২য় উত্তর আবির পাড়া বালক সমিতি। খ’ গ্রুপে ১ম বেতকা বাজার মন্দির, ২য় পশ্চিমপাড়া বাশবাড়ি। গ’ গ্রæপে ১ম ফুরশাইল পোদ্দার বাড়ি ও ২য় হয়েছে মালপদিয়া তরুন সংঘ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মালখানগর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. সফিউদ্দিন হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ আমির হোছাইন। রবিন্দ্র চন্দ্র ভাওয়ালের সভাপতিত্ব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অজিত দত্ত, তালতলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ফেন্ডস এসোসিয়েশন অব মালখানগর সভাপতি আশরাফুজ্জামান সোহেল, অনিল রায়, এ্যাড. শহিদুল ইসলাম, সংগ্রাম দাস, রিপন কুন্ডু, শ্যামল সরকার প্রমুখ।
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস