Connecting You with the Truth

সোনাগাজী উপজেলা বিআরডিবি’র বার্ষিক সভা অনুষ্ঠিত

সোনা গাজী

সোনাগাজী প্রতিনিধি, ফেনী: সোনাগাজী উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) ২৬ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় মতিগঞ্জ বাজার সংলগ্ন সমিতির নিজস্ব কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম। উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির চেয়ারম্যান ফারুক হোসেনের সভাপতিত্বে ও পরিচালক জসিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফা হক, ফেনী জেলা বিআরডিবির উপ-পরিচালক আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম খোকন, ভাইস চেয়ারম্যান আজিুল হক হিরন, । আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা ভাস্কর প্রসাধ চৌধুরী , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইসমাইল হোসেন, প্রবীন আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান ইলিয়াছ মিয়া, সমবায়ী গোলাম সরওয়ার, সহ-সভাপতি বেলায়েত হোসেন প্রমুখ।

Comments
Loading...