হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় দুজনের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ওপর যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জহিরুল ইসলাম (৩৫) ও আমজাদ হোসেন পাশা (৩৭)। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাতে ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে সায়েদাবাদের দিকে যাওয়ার সময় পিছলে পড়ে যান মোটরসাইকেল আরোহী ওই দুই ব্যক্তি। এ সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা নারায়ণগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জানান, নিহতদের মরদেহ জরুরি বিভাগের মর্গে রয়েছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর